1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

সেতুর স্বপ্ন ছোঁয়ার পথে, কালুরঘাটে ভিত্তিপ্রস্তরে আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বহুল প্রতীক্ষিত কালুরঘাট রেল ও সড়ক সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) সকালে চট্টগ্রামের বোয়ালখালীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯টায় শতবর্ষী বিদ্যমান সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে মিছিলটি পূর্ব প্রান্তে গিয়ে শেষ হয়। ‘বোয়ালখালী নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

পরে কালুরঘাট সেতু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈমের সভাপতিত্বে এবং সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোর্শেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এস এম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মুস্তফা নঈম বলেন, ‘একটি সেতুর জন্য আমরা বছরের পর বছর, যুগের পর যুগ অপেক্ষা করেছি। আজ সেই স্বপ্নের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আমরা এর জন্য শুকরিয়া আদায় করছি এবং ড. ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

তিনি জানান, ২০১৩ সাল থেকে ‘বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ’ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আন্দোলন গড়ে তোলে। এই মিছিল তারই ধারাবাহিকতা।

তিনি আরও জানান, শুক্রবার (১৬ মে) কালুরঘাটসহ বোয়ালখালীর প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট