সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে হোপ ফাউন্ডেশন পরিচালিত অবৈতনিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবারের ন্যায় এবারও ১৫ এপ্রিল শনিবার ঈদ বস্ত্র বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়। চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রাথমিক পর্যায়ে ১০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ব্রাক ইউনিভার্সিটির রেজিস্টার ড. ডেভিদ ডোনাল্ড, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. ইফতেখার মনির, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, হোপ ফাউন্ডেশন এর উপদেষ্টা আরিফ মঈনুদ্দিন, হোপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান সাঈড রবিন, সম্পাদক আসিবুর রহমান, এক্সুটিভ বোর্ডের নাজমুল ইসলাম, রাদিয়া আজিজ চৌধুরী, আশিক ইমতিয়াজ, আমান ও রেখা দত্ত প্রমুখ।