নিজস্ব প্রতিবেদক:
আজ ১৯.১০.২৪ইং রোজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই ২নং বারৈয়াঢালা ৮নং ওয়ার্ডে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, প্রেশার নির্ণয় ওজন এবং জ্বর নির্ণয় সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা অনুষ্ঠান করেছে বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ এতে সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করেছেন বহরপুর ছাত্র ও যুব ঐক্য ফাউন্ডেশন এবং ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র।
উক্ত আয়োজনে শতাধিক মানুষ ও উক্ত এলাকার নারী পুরুষ বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়েছে।
উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন,
বারৈয়াঢালা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক জনাব মোঃ সাইফুল ইসলাম, ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী ফাহমিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সম্মানিত সাধারণ সম্পাদক, আবদুল হালিম। এতে উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজ সিনিয়র সদস্য মোঃ আসিফ, মেরিন নার্সিং কলেজের ছাত্র মোঃ আবু হাসনাত জিসান। বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশন এর সম্মানিত সহ-সভাপতি মোঃ জোবায়ের হোসেন বাবলু, সহ-সাংগঠনিক মোঃ মুর্শেদ, সদস্য মোঃ মাসুম, মোঃ পাভেল, মোঃ নাজমুল মোঃ জহির প্রমুখ।
অনুষ্ঠান শেষে সরোয়ার উদ্দিন আনসারী বলেন বর্তমানে মানুষের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস ও অতিরিক্ত ওজন বৃদ্ধি তাই একজন সমাজকর্মী হিসেবে দায়বদ্ধতা থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে এই স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প চালু করেছি আপনারা অতীতে যেভাবে আমাদের পাশে ছিলেন আমাদের জন্য দোয়া করেছেন ভবিষ্যতে ও আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, আমরা যেন সব সময় এই ভাবে মানুষের কল্যানে কাজ করে যেতে পারি।