১১/১১/২০২৩ খ্রি. সিএমপি পাঁচলাইশ মডেল থানার এএসআই সোহেল আহমেদ ও এএসআই মোঃ তোজাম্মল হোসেন নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর এলাকায় অভিযান পরিচালনা করে অর্থ ঋণ জারি মামলা নং- ৫৭৩/২৩ সংক্রান্তে ০৪ মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি শামসুদ্দিন টিপুকে গ্রেফতার করেন।
আসামি শামসুদ্দিন টিপু ২০০৮ সালে ব্রাক ব্যাংক, বহদ্দারহাট শাখা হতে ৫,০০,০০০/- ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায় উক্ত ব্যাংক বিজ্ঞ অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করলে অর্থ ঋণ আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।