1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে বাস যাত্রীকে মারধরের ঘটনায় আটক ২ চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি’২৫: বোয়ালখালীতে শীর্ষে অভিজিৎ ঘোষ পটিয়ায় উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল ইসলাম গ্রেফতার বোয়ালখালীতে অনুমোদনহীন পণ্য বিক্রয়ের দায়ে দুই দোকানিকে জরিমানা কোনটি আগে——-নির্বাচন,বিচার ও সংস্কার গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল সাবেক এমপি পল্লীবন্ধু সৃতি পরিষদের উদ্যাগে এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হাজিরপাড়া  ইউনিয়ন বিএনপির প্রতিনিধি  সম্মেলন অনুষ্ঠিত।

সিএমপি’তে রথযাত্রা ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

পলাশ সেন। চট্টগ্রাম

আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে আজ বুধবার ১৮ ই জুন ২০২৫ ইং দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সিএমপি’র অতিরিক্ত কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির মহোদয়ের সভাপতিত্বে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্‌যাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামস্থ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের নেতৃবৃন্দ, তুলশী ধাম পরিচালনা পরিষদ এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্‌যাপনের নিমিত্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ও পালনীয় নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে সভায় অবহিত করা হয়।

প্রতিটি রথযাত্রা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা এবং নির্ধারিত রুটে পরিচালনা করার বিষয়টি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও নামাজ ও আজানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ ও পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে অবহিত করা, মিছিলের মাঝপথে প্রবেশ না করার ব্যাপারে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় উদ্‌যাপন কমিটি ও সম্মানিত নগরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান।

উক্ত সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রথযাত্রা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট