বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামে কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে ফেরিঘাটের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক ও সিএনজি টেম্পুটি জব্দ করেছে পুলিশ।
নিহত ফাতেমা তুজ জোহরা বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ড হানিফার বাড়ীর ডাক্তার হাসানের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি টেম্পু ফেরি থেকে বেইলি ব্রীজ দিয়ে পাড়ে উঠার সময় হঠাৎ পিছন দিকে যেতে থাকে। এসময় গাড়িটি নিচে চাপ পড়ে ফাতেমা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন বলেন, সকাল ১০ টা দিকে ফাতেমা তুজ জোহরা নামে মেয়েটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনছিল তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে স্বজনরা তাঁকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) মুহাম্মদ মুছা জানান, দুর্ঘটনার পরপরই রেজাউল করিম জিসান (২২) নামের সিএনজি টেম্পুর চালক ও সিএনজি টেম্পুটি জব্দ করেছে পুলিশ।