1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের মা সম্মেলনে বক্তারা : শিশুদের স্মার্ট ফোন ব্যবহার আমাদেরকে মেধা শূন্য জাতিতে পরিণত করবে

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শিশুদের স্মার্ট ফোন ব্যবহারে ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম ‘মা সম্মেলন’ ১৩ জুলাই শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) সিআইপি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি’র উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম। যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি ও মোঃ ইমতিয়াজ আহমদ’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম’র সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চবি ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য্য, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ—সভাপতি লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, আজিমুল ইসলাম চৌধুরী রিপন। বক্তারা বলেন শিশুরা যেভাবে স্মার্ট ফোন ব্যবহারে ঝঁুকে পড়ছে সেটি আগামীতে আমাদের নতুন প্রজন্মকে মেধা শূন্য জাতি হিসেবে তৈরি করবে। ক্ষতি হবে মেধা শক্তি, নষ্ট হবে চোখ, শ্রবন শক্তি হারাবে প্রজন্মের শিশুরা এটি আমাদের জন্য অশনি সংকেত। তাই অভিভাবকদের সচেতন হতে হবে সবার আগে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সেলিম, আজিজুর রহমান, লায়ন শেখ সামিদুল হক, আনোয়ারুল আজিম চৌধুরী, মো: মোরশেদদ আলম, জাকিয়া জিহান নিপু, আসিবুর রহমান, সালমা বেগম, এড. বিবি আয়েশা, প্রমা তাহের, সাবরিনা সাবা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর’র সাধারণ সম্পাদক আবু নাসের রনি, ওসমান সরোয়ার, ওব্যাট হেল্পার্স’র সোহেল আকতার খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট