সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সংগঠনের ৯ম প্রতিষ্টা বার্ষিকী আজ ৯ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার দুপুর ৩টায় চট্টগ্রাম সার্কিট হাউসের কনফারেন্স রুমে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেলের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ বন্দর পতেঙ্গা আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি লায়ন আলহাজ্ব আবদুল মান্নান, ইউসুফ খান, আজিমুল ইসলাম চৌধুরী রিপন, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, আবু বক্কর সিদ্দিকী, সালমা বেগম, রোজী চৌধুরী, শাহ আলম, ফরহাদুল হাসান মোস্তফা, আইয়ুব মিয়া প্রমুখ। আলোচনা শেষে শুভ্রতার প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়।