সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার নগরীর টাক সাহমিয়া মাদরাসা ও এতিমখানা, বাবে রহমত মহিলা এতিমখানা, ইসলামিয়া তাহিফজুল কুরআন মাদরাসা ও এতিমখানা, মফজল আহমদ এতিমখানা, হোপ ফাউন্ডেশন পরিচালিত হোপ স্কুলে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিনিয়র সহ-সভাপতি লায়ন সাইফুল ইসলাম ভুঁইয়া রাসেল, সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী রিপন, রোটারিয়ান ইউসুফ খান, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, মনজুর আলম, আসিবুর রহমান, সাহ আলম প্রমুখ।