জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
১০ ডিসেম্বর (রবিবার) সকালে সাতকানিয়া অলি আহমদ কলেজের শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।
এ বিষয়ে কলেজ ছাত্রলীগ নেতারা বলেন, ছাত্রলীগ হচ্ছে জাতির সূর্যসন্তানদের সংগঠন। শহীদ মিনার আমাদের শ্রদ্ধা নিবেদন করার স্থান। ভাষা শহীদদের প্রতি সম্মানবোধ থেকেই আমরা আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি। এখন থেকে নিয়মিত আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখব,ছাত্রলীগ কর্মীদের এ ধরনের কার্যক্রম প্রশংসার দাবিদার। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের জন্য সবসময় কাজ করে যাবে। বিজয় দিবসকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মানবোধ থেকেই আমরা আজকে ক্যাম্পাসে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছি।
বিজয় দিবসে কলেজ কতৃপক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচী থাকবে,সেখানে অনেক শিক্ষার্থী,অভিভাবক সহ নানাশ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসবেন তাই আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্নতার অংশ হিসেবে এই কার্যক্রম।
এ কার্যক্রমে অংশগ্রহণ করেন অলি আহমদ কলেজ ছাত্রলীগ নেতা কৌশিকুর আলম রাসেল,আবদুল্লাহ আল রিহাব,দেলোয়ার হোসেন বাপ্পি,তাহসিন সিকদার,ইসমামুর রহমান,মোহাম্মদ রোকন,মোহাম্মদ নোহান, মোহাম্মদ রানা,মোহাম্মদ নোমান,মোহাম্মদ সাব্বির,মোহাম্মদ রিয়াদ,মোহাম্মদ ইউছুফ সহ কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।