আকতার উদ্দিন, সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়ায় বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিম খানার বার্ষিক সভা সনদ প্রদান পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২ নভেম্বর (শনিবার) সকাল থেকে রাত ব্যাপি বাজালিয়া সাতকানিয়া বাজালিয়া নাজমুল উলুম মাদ্রাসা মাঠে বার্ষিক সভা সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর সভাপত্বিতে উদ্বোধক ছিলেন আলহাজ্ব মুহা.ইলিয়াস চৌধুরী। হাফেজ মাওলানা জাহেদ সিকদারের ও হাফেজ মাওলানা মিছবাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন
আল জামিয়া আল- ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা আবু তাহের নদভী কাসেমী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ফিরোজ শাহ্ কলোনির বড় মাদ্রাসার মুহতামিম পীর মাওলানা শাহ্ হাফেজ তাজুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফাচ্ছির ও মুহাদ্দিস
মাওলানা ফোরকান আহমেদ, আমন্ত্রিত মেহমান যথাক্রমে, মাওলানা কাজী আকতার হোসেন আনোয়ারী, মাওলানা হাফেজ হোসেন আল-মাহমুদ, হাফেজ মাওলানা আবদুল্লাহ্ আল মারুফ, মাওলানা মুস্তফা নুরী,মাওলানা মুফতি হাবিবুল্লাহ্ ওয়াহিদ, মাওলানা মুফতি উবায়দুল্লাহ্ রফিকী,শায়ের মো.আকতার উদ্দিন প্রমুখ।সভাশেষে ছাত্রদেরকে দস্তারবন্দী, সনদ,পুরস্কার প্রদানের পরে অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মামুনুর রশীদ জাতির কল্যাণ কামনা করে মুনাজাতের মাধ্যমে বার্ষিক সভা সমাপ্ত হয়