আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের বিশিষ্ট সফল মৎস্য
ব্যবসায়ী মেসার্স আনিকা মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী শিক্ষক
মিজানুর রহমান কাজলের লীজকৃত পৌর শহরের জামালপুর বড়দিঘী থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ দিন দুপুরে দুঃসাহসিকভাবে লুট করলো সংঘবদ্ধ লুটেরা দুর্বৃত্ত নারী-পুরুষ।
চিহৃিত দুর্বৃত্ত লুটেরার দল জোরপূর্বক মাছ লুট করে
নেয়ার বিষয়টি বাস্তবতার দৃশ্যপট দেখে মৎস্য ব্যবসায়ী
কাজল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। তিনি বলেন এমন
অমানবিক বিষয়টি যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার
মানিয়েছে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কাজল জরুরী আইনগত ব্যবস্থা গ্রহন করতে সহায়তাসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ মানবিক হস্তক্ষেপ কামনা
করেছেন।
এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।√#