চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম শিমুলের পিতা আনিসুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের জানুয়ারি মাসের ২৭ তারিখ (শুক্রবার) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এতিম অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ ও মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয় এবং মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়। আনিসুর রহমানের বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনিরুল ইসলাম। দ্বিতীয় সন্তান শামিম জাহান পুলিশ কর্মকর্তা এবং ছোট ছেলে শরিফুল ইসলাম সাংবাদিকতা শিক্ষকতা পেশায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।