নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, নিউজ২১ বাংলা টিভি ও দৈনিক দেশবার্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এবং প্রতিদিনের চাঁপাই পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম শিমুলের পিতা মরহুম আনিসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের ২৭ জানুয়ারি (শুক্রবার) ৭০ বছর বয়সে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। আনিসুর রহমান ১৯৫২ সালের ১৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে (১) মোহাঃ মনিরুল ইসলাম মানিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী, (২) মোহাঃ শামিম জাহান সহকারী উপ-পুলিশ পরিদর্শক, (৩) মোহাঃ শরিফুল ইসলাম শিমুল (সাংবাদিক ও শিক্ষক) এর জনক ছিলেন। পরিবারের পাশে দাঁড়ানো ছাড়াও তিনি নানান সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজে নিয়োজিত ছিলেন।