আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন শনিবার রাতে প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সহ সভাপতি মোশফিকুর রহমান মিল্টন,ফেরদাউছ মিয়া,সাইদুর রহমান মাষ্টার, নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদার রহমান,শাহ আলম, আশরাফুজ্জামান সরকার ও নুর মোহাব্বত।
এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সহ সাংগঠনিক মোমেনুর রশিদ সাগর,অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল, দপ্তর সম্পাদক এছানুল হক মিলন মন্ডল,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিদুষ রায়, ক্রীড়া সম্পাদক সম্পাদক মতিয়ার রহমান লাভলু,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন,আইন বিষয়ক সম্পাদক আবেদুর রহমান সবুজ, কার্যকরী সদস্য ফজুলুল হক দুদু, আমিরুল ইসলাম কবির, ছাদেকুল ইসলাম রুবেল, আলমাহামুদজ্জামান ও ফজলার রহমান প্রমুখ।
বক্তারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের বিরুদ্ধে লেডি মাস্তান ভূমি দস্যু শ্যামলী আকতার কর্তৃক ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভূমিদস্যু, লেডি মাস্তান শ্যামলীর বিরুদ্ধে, ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় এজাহার দাখিল করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। একই সাথে আগামী ১২ই জুন সোমবার পলাশবাড়ী চৌমাথা মোড়ে,মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়া হয়√#