জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে গণতন্ত্র নেই। আমেরিকায় গণতন্ত্র সামিটে বিভিন্ন দেশকে দাওয়াত করেছে কিন্তু তারা বাংলাদেশকে দাওয়াত দেয় নাই। জার্মান একটি প্রতিষ্ঠান ১২৯টি দেশের মধ্যে জরিপ করে ফলাফল প্রকাশ করেছে তারমধ্যে ৫টি দেশকে তারা স্বৈরশান বলে উল্লেখ করেছে। জার্মান প্রতিষ্ঠানের জরিপে স্বৈরশাসনে প্রথম হয়েছে বাংলাদেশ। ঐ জরিপে লেবানন, মোজাম্বিক, নিকারাগুয়া এবং উগান্ডাকেও স্বৈরশাসনের দেশ বলে উল্লেখ করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাশ করা হয়েছে। সরকারের সামলোচনাকে রাষ্ট্রদ্রোহি হিসেবে দেখাতেই সাইবার সিকিউরিটি আইন পাশ করা হয়েছে। এই আইনের মাধ্যমে সরকার গণমানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। সরকারের সমালোচনাকে রাষ্ট্রদ্রোহীতা বলে চালিয়ে দেয়া হচ্ছে গণতন্ত্রহীনতা। গণতন্ত্রে দেশের মালিক হচ্ছে দেশের জনগন। বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। সাইবার সিকিউরিটি আইনের কোন প্রয়োজন ছিলো না, প্রচলিত আইনেই বিচার ব্যবস্থা সম্ভব। সরকার যা খুশি করবে তার প্রতিবাদ করলেই সাইবার সিকিউরিটি আইনে মামলা। আসলে সরকার মানুষের মুখ বন্ধ করতেই সাইবার সিকিউটি আইন করেছে। এই আইনের কারনে কোন নিউজ পেপারে নিউজ করতে পারবে না, টেলিভিশন সত্য প্রকাশ করতে পারবে না। সরকারের শিখিয়ে দেয়া সংবাদ পরিবেশন করবে গণমাধ্যমগুলো। আমাদের দেশের দেহ থেকে কিডনী ও লিভার চুরি করতে দেবো না আমরা। আমরা সবল ও সুস্থ্য বাংলাদেশ চাই। আজ বিকেলে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
খন্দকার দেলোয়ার জালালী
জাতীয় পার্টি চেয়ারম্যান এর
প্রেস সেক্রেটারি -০২