বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে সরকারি রাস্তা দখল রেখে ব্যবসা করায় কানুনগোপাড়া এলাকায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার(১ অক্টোবর) এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান, সরকারি রাস্তার পার্শ্বে অবৈধ দোকান বসিয়ে যানবাহন এবং জনসাধারণের চলাচল ব্যাহত করায় দশ মামলায় দশ জন ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এতে সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ। এসময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন ও কাজল দে।