বোয়ালখালী প্রতিনিধি:
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান, ক্ষুদ্র ঋণ, সুবর্ণ কার্ড বিতরণ ও তরুণদের সাথে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তা মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা।
কানিজ ফাতেমা বলেন, দুস্থ অসহায়, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর কিশোরী,স্বামী নিগৃহা নারী, সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষে জনহিত করার কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজ সেবা কাজ করে যাচ্ছে। সরকার প্রদত্ত সুবিধাগুলো কাজে লাগিয়ে নিজেকে অগ্রসর হতে হবে।
এসময় ১২ জনকে আর্থিক অনুদান ৬ জনকে ক্ষুদ্র ঋণ এবং ১০ জনকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আকরাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়া, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মোমেন ও সমন্বয়ক প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।