অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা আওয়ামীলীগ কার্য্য নির্বাহী কমিঠির সদস্য ও আবাহনী ক্রীড়া চক্র(শান্তিরহাট)
শাখার সাধারন সম্পাদক এবং উপজেলার জিরি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মোঃ রবিউল আলী জাতির শোকের মাস শেষ দিবস বিগত সোমবার(৩১শে আগষ্ট) বিকেলে সড়ক দূর্ঘটনায় এক গুরুতর আহত হন।
এ ঘটনার এক বিস্স্হ সুত্রের খবরে আজ সোমাবর (১১ই সেপ্টম্বর)চটগ্রাম মহানগরী এলাকার আছদগ্জ আনচার ক্লাবের পাশের গল্লির এক ভবনের তিন তলায় তার নিজ বাসায় দেখতে যান চটগ্রাম “রাজ”স্ট্রেট এর কর্ণধার এবং রাজ পরিবারের কৃতি সন্তান মহানগর আওয়ামীলীগ নেতা জনাব আসফাক আহমেদ।
এ সময়ে দূর্ঘটনায় আহত রবিউল আলী রবি এর সাথে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশিক সংগঠন আ,মীলীগ পরিবারের একজন
রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এ শুভেচ্ছা ও কৌশল বিনিময় বলে এক বিশ্বস্হ সূত্রে জানা যায়।এ ছাড়া তার চিকিৎসা জনিত খোজ-খবর নেন তিনি।
এ সময়ে জনাব আসফাক আহমেদ এর সাথে উপস্হিত ছিলেন চটগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা মহল্লা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদ,আওয়ামীলীগ নেতা মোঃ রাশেদ,কর্ণফুলী উপজেলা আ,মীলীগ নেতা মোঃ মান্নান সহ পাথরঘাটা মহল্লা কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।