1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলন করেছেন সৈয়দ আশেকুর রহমান কাল চন্দনাইশ সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফে ওরশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার :
উপজেলার ঐতিহ্যবাহী হাফেজনগর দরবার শরীফের হাফেজ ক্বারী শাহ্ সূফী মাওলানা সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯২তম বার্ষিক ওরশ সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে কাল ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে গতকাল ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকালে রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া মাদ্রাসা সেমিনার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন গাউসিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
এ সময় তিনি বক্তব্যে বলেছেন, মাইজভান্ডার শরীফের খলিফা হিসেবে শাহ্ সুফি হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ ফজলুর রহমান (ক.) দীর্ঘ সময় ধরে মাইজভান্ডার দরবার শরীফের খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অনেক ভক্ত, মুরিদ, আশেকানগণ এ ওরশ শরীফে অংশ নিবেন। ওরশ উপলক্ষ্যে সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে বোখারী, খতমে গাউসিয়া, ছেমা মাহফিল, মিলাদ, দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন বিভিন্ন মঞ্জিলের সাজ্জাদানশীনগণ। এবং গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা সৈয়দ মুফতি আশেকুর রহমান। হাফেজ নগরী মাইজভান্ডারী সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কমিটির উপদেষ্টা হাজী কামাল ভান্ডারী, আশেকানে হাফেজ নগরী মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নিয়াজুর রহমান (নিয়াজ),কমিটির অর্থ সম্পাদক মো.আবদুল মান্নান জিপু, সাংগঠনিক সম্পাদক সায়েদ আল শাহরী রুবেলসহ স্থানীয় ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য:-গাউসিয়া মাবুদ মঞ্জিল, গাউসিয়া তৌহিদ মঞ্জিল, গাউসিয়া শহিদ মঞ্জিল, ছৈয়দ আসাদ মঞ্জিল, বাব-এ ফরিদ মঞ্জিলে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট