সুমন পল্লব
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ হাটহাজারী উপজেলার নব গঠিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান শুক্রবার (১১ আগস্ট) পরিষদের সভাপতি ডা. অসীম দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক নিকু কুমার শীলের সঞ্চালনায় হাটহাজারী সীতাকালী কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক নেতা শিমুল কান্তি মহাজন।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক নাথ, পরিষদের প্রধান উপদেষ্টা উদয় সেন, সাবেক সভাপতি কল্যাণ পাল, প্রধান পৃষ্ঠপোষক আশীষ দে। সভায় প্রধান অতিথি নব গঠিত কার্যকরী পরিষদের কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
সভার পুর্বে পবিত্র গীতা পাঠ করেন মৃদুল নাথ।