বোয়ালখালী প্রতিনিধি:
ধর্মের পথ অনুসরণ করলে দেশের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বললেন চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) বক্তারা।
শুক্রবার (৪ অক্টোবর) বাদে মাগরিব মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ শোয়েইব রেজা সভাপতিত্বে মসজিদ প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেট এর ব্যবস্থাপনায় ও মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী’র সার্বিক তত্বাবধানে মাহফিলে প্রধান মেহমান ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার, প্রধান ওয়ায়েজিন ছিলেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মুত্তালিব আল কাদেরী (মা.জি.আ.)। বিশেষ ওয়ায়েজিন ছিলেন, মসজিদের সহকারী পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সোহাইল রেজা আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মাহফুজুল হক আলকাদেরী, মৌলানা মো. মোজাম্মেল হক কুতুব প্রমুখ।
মাহফিলে দোয়া মোনাজাত শেষে তবররুক বিতরণ করা হয়।