বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ২ লক্ষ ৯৬ হাজার ১শ টাকা।
বৃহম্পতিবার (২৭ জুন) মসজিদের দানবাক্সে রক্ষিত টাকা গণণা শেষে এ টাকা ব্যাংক হিসেবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর বুড়া মসজিদের মোতওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।
তিনি বলেন, জুন অর্থ বছরের হিসাবের জন্য এবার দুই মাসের মাথায় দানবাক্সের এ টাকা গণনা করা হলো। এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয় এবং রক্ষিত টাকা গণনা শেষে তা ব্যাংক হিসেবে জমা দেওয়া হয়।
দানবাক্সে রক্ষিত টাকা গণনাকালে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওলানা মু. আব্দুল মুত্তালিব, মুয়াজ্জিন ইয়াকুব আলী, খাদেম আয়ার, মো. আছফিকুল আলম, মো. ব্যংকার আব্দুল হাকিম মো. সাইফুল, মো. সালাউদ্দিন, ইব্রাহিম চৌধুরী, মো. ইয়াছিন চৌধুরী, ,মুসল্লী মাহফুজুল হক, ফরিদুল আলম নুরুল আবসার, মো.সেলিম, নুরু বক্স, থানার এ.এস.আই.রহুল কুদ্দুস, কনস্টেবল মো. সোহাইল, মো. আমির।