জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসদর হযরত বদল ফকির (রাহ:)’র বাড়ি নিবাসী গাউসিয়া কমিটি বাংলাদেশ ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবদীন মিঠুর পিতা হাজী আব্দুল মাজেদ গতকাল বাদে আসর বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,২ ছেলে, ৪ মেয়ে,নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান। ১৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ টার সময় নাজির আলী কেরানী জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক:- মরহুমের মৃত্যুতে চন্দনাইশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মুসা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিগভীর সমবেদনা জ্ঞাপন করেন।