জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার বাসিন্দা, ঢাকা আদাবর থানায় কর্মরত এএসআই জাকের হোসেন চৌধুরী (৫৩) গত ৮ ফেব্রুয়ারি রাতে কর্তব্য পালনকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তাৎক্ষনিক শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালে প্রেরণ করেন। সেখানে থেকে জাতীয় হৃদরোগ ইউন্সটিটিউট ঢাকায় নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গত ৯ ফেব্রুয়ারি রাত ১২টা ঢাকা পুলিশ লাইনে ১ম জানাযা, গতকাল ১০ ফেব্রুয়ারি বাদে যোহর নিজ গ্রাম পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।