জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মো. শাহজাহানের পিতা, চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া বাদশা পাড়া বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আবু ছৈয়দ (৯৫) গতকাল ১৫ ফেব্রুয়ারি বিকালে নগরীরর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় জামালখাঁনস্থ বাসভবনের নিচ তলায় ১ম জানাযা, ১৬ ফেব্রুয়ারি (রবিবার) বাদে আছর সাতবাড়িয়া বাদশা’র পাড়া জামে মসজিদ মাঠে ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শোক:-মরহুমের মৃত্যুতে চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মুসা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।