1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শেখ হাসিনা সরকারের পদত্যাগে পটিয়ায় জাতীয় পার্টির একাংশ আনন্দমিছিল ও শোকরিয়া জ্ঞাপন 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগে  আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।।ছাত্র আন্দোলনের চাপ সইতে না পেরে সোমবার (৮ আগস্ট) দুপুরে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগের পরপরই জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা, পটিয়া উপজেলা, পৌরসভা নেতৃবৃন্দ। আনন্দ মিছিলটি বের করেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির রওশন সমর্থিত  সভাপতি ফরিদ আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর জাপা’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, পটিয়া উপজেলার সভাপতি ফয়জুল কবির চৌধুরী টিটু, সহ- সভাপতি নাজিম উদ্দীন মজুমদার, দক্ষিণ জেলার সদস্য ও সাবেক উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোহাম্মদ দিদারের আলম,পটিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী (রাজু) দক্ষিণ জেলার নেতা নুরুল আলম, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দিদার),

জাপা’র নেতা আবু সৈয়দ, নুরুল ইসলাম গান্ধী, আহমদ ছফা চৌধুরী, জাতীয় শ্রমিক পার্টির পটিয়া পৌরসভার সভাপতি শাহ আলম কন্টাক্টার, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও পটিয়া  উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ, শিক্ষার্থী -জনতা, বিএনপি ও এর অংগসংঠন সহ বিভিন্ন পেশার জনগণ।সোমবার দুপুরে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে পটিয়া পৌর সদরে  বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে সাধারণ মানুষ। জাতীয় পতাকা হাতে নানান শ্রেণির নানান পেশার মানুষ উপজেলার বিভিন্ন সড়কে আসতে থাকে। সাড়ে তিনটার দিক থেকেই খন্ড খন্ড আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এক সময় সে আনন্দ শোভাযাত্রা বিশাল আকার ধারণ করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এ সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন,

নতুন করে এদেশ যেন স্বাধীন হলো। শিক্ষার্থীদের আন্দোলনকে দমানো এত সহজ নয়। এদেশের শিক্ষার্থী সমাজ নতুন করে ইতিহাস লিখলো। এসব শিক্ষার্থীদের থেকে আমরা নতুন করে শিক্ষা নিলাম কি ভাবে ন্যায্য দাবী আদায় করতে হয়।এসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের শোভাযাত্রায় বর্তমান সরকারকে ভুয়া, ভুয়া স্লোগানে মুখর হয়ে উঠে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম বলেন সুন্দর আগামীর কামনা করে আনন্দ মিছিল ও শোভাযাত্রায় করেছি তিনি জাতীয় পার্টি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের স্বার্থে একযোগে কাজ করার জন্য জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের আহবান জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট