নিজস্ব প্রতিবেদক :
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির হাত ঘড়ি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এম সোলাইমান কাসেমী। ১৫ ডিসেম্বর ২০২৩ (শুক্রবার) শতাধিক গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ,রোটারিয়ান অধ্যক্ষ ডা: আনোয়ার হোসাইন মানিক, এডভোকেট আজিজুল হক, মাওলানা মুহাম্মদ আবদুল গণি, মাওলানা জাহেদ উল্লাহ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এম সোলাইমান কাসেমী শীত মৌসুমে গরীব, দুঃস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।