শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে উপজেলা বিএনপি। ১৬ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে নয়টায় সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিঞার বাসভবন থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পাঘ্য অর্পণ শেষে দোয়া করা হয়। এই দিন গৌরবোজ্জ্বল বিজয়ের ৫২ বছর বরণে শীত উপেক্ষা করে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীর ঢল নেমেছিল। হাতে বাহারি ফুল, মুখে দেশ প্রেমের শ্লোগান ছিল প্রতিটি শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীর কণ্ঠে।
শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সসম্পাদক সারওয়ার জাহান সেন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়মা খাতুন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু, উপজেলাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।