1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সোনামসজিদ দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালক আটক। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খালিয়াজুরীতে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন অবৈধ কাগজে বৈধ পাসপোর্ট নেপথ্যে চার সহোদর দালালচক্র শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত বোয়ালখালীতে ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটুনি দিয়ে টাকা-মোবাইল ছিনতাই শ্রমিক লীগ সভাপতি খোকা গ্রেপ্তার গাইবান্ধার পলাশবাড়ীতে জাসাস এর কর্মী সমাবেশ ও আলোচনা সভা  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীপক্ষের সূচনা শুভ মহালয়া অনুষ্ঠিত

শিবগঞ্জে হত্যা মামলার আসামিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৫ জুন (রবিবার) বিকেল ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢুলঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুরুল হোদা (৪০) শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর মিরাটুলি-বাবুপুর গ্রামের মৃত চাঁদ মন্ডলের ছেলে।
স্থানীয় লোকজন ও নিহতের শ্বশুর আনারুলের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত দুরুল হোদা নয়ালাভাঙ্গা ঢুলঢুলিপাড়ায় তার শ্বশুর বাড়িতে ছিলেন। বাড়ি থেকে বিকালে দুর্বৃত্তরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুরুলকে কুপিয়ে জখম করে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে সন্ধ্যা ৮ টার দিকে দুরুল হোদার মৃত্যু হয়।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ বলেন, পূর্বশত্রুতা জের থেকে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে তবে তদন্ত ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, ১৩ এপ্রিল ২০২৩ নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাবমোড় এলাকায় আলম ঝাপরা (মেম্বার) নামের এক ইউনিয়ন সদস্য ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার পর ৪১ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। ৩ দিন আগে কারাগার থেকে তিনি জামিনে বের হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট