শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন। ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
সভায় ওসি সাজ্জাদ হোসেন, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিবগঞ্জ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব, গৌড় প্রেসক্লাব ও সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা এবং সেগুলো নিয়ন্ত্রণে পুলিশের করনীয় বিষয়ে ওসিকে অবহিত করেন এবং ওসি মো. সাজ্জাদ হোসেন বক্তব্যে শিবগঞ্জে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, জুয়া, যানজট, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান।