শরিফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি (বুধবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সুহৃদ সমাবেশ, শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সুহৃদ সমাবেশের উপদেষ্টা আলহাজ্ব মো. আকবর হোসেন, সমকালের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এ কে এস রোকন, সুহৃদ এস এম মহিউদ্দিন, সুহৃদ রায়হান আলীসহ অন্যান্য সুহৃদরা। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন শীতার্তদের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।