শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (সোমবার) বিকেলে মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। । দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মহাজনের সভাপতিত্ত্বে, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শাহজাহান মিঞা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান শ্যামপুর ইউনিয়ন), শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম মুকুল, শিবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল হক হায়দারী শহিদ মিঞা, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক মহিলা-ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল বাশার, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন পলাশ বিশ্বাস, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক, সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার, সাবেক সদস্য সচিব মুখলেশুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক ইখলাসুর রহমান পলাশ প্রমুখ।
এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। উল্লেখ্য এইদিন সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার হাতে ফুলের মালা পড়ে ইউনুস আলি, মাহলাল ও সেতাউর নামে তিনজন আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করে।