শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গৌরবোজ্জ্বল বিজয়ের ৫২ বছর বরণে শীত উপেক্ষা করে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। হাতে বাহারি ফুল, মুখে দেশ প্রেমের শ্লোগান ছিল প্রতিটি শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। তাদের ফুলেল শ্রদ্ধায় সিক্ত শহীদ বেদী।
১৬ ডিসেম্বর (শনিবার) ভোরের রক্তিম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে উপজেলা চত্বরের শহীদ মিনারে। শহীদ বেদী ভরে ওঠে ফুলে ফুলে। লাল-সবুজের পতাকায় ছেয়ে যায় উপজেলা প্রাঙ্গণ। মানুষের হাতে হাতে ফুল আর পরনে ছিল লাল সবুজের ছোঁয়া।
এসময় স্থানীয় প্রশাসন, পুলিশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, সামাজিক সংগঠনের পক্ষ থেকে সব বয়সী মানুষকে বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
এছাড়া একে একে আওয়ামী লীগ, বিএনপি ও এই দুই দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। শীতের ভোরে শীত উপেক্ষা করে জাতির বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।
শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে এসেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। তবে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার ৫২ বছর পার হলেও এখন পর্যন্ত উপজেলায় স্থায়ী স্মৃতিসৌধ না থাকায় শহীদ মিনারে এসে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। বীর মুক্তিযোদ্ধা বাচ্চু বিশ্বাস বলেন, শিবগঞ্জ উপজেলায় স্থায়ী শহিদ মিনার ছিলনা কিন্তু সদ্য বদলি হওয়া নির্বাহী অফিসার আবুল হায়াত স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা স্থায়ী শহীদ মিনার পেয়েছি। তিনি উপজেলায় একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণে স্থানীয় প্রশাসনসহ সরকারের প্রতি আহবান জানান।
এদিকে দিনটি উপলক্ষে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নিরাপত্তার কঠোর ব্যবস্থা।