শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ (শনিবার) সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ রংধনু পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানি। সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজকল্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এএম আবু সুফিয়ান, শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আসলাম কবিরসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। আলোচনা ও মধ্যাহ্নভোজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্যো দিয়ে শিক্ষক সমাবেশটি শেষ হয়।