শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৮ মে ২০২৩ (রবিবার) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা: জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহা: মোর্শেদুল আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।