শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। ২ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলা আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা কমটির আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত এর সভাপতিত্বে শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন। এসময় আরো উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলা, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীসহ উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। উদ্বোধনী খেলায় মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসা দলকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে চৈতন্যপুর উচ্চ বিদ্যালয় দল। উল্লেখ্য প্রতিযোগিতায় উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ে এবং ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে, ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর জেলা পর্যায়ে, ১৮ থেকে ২০ সেপ্টেম্বর উপ-অঞ্চল পর্যায়ে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর অঞ্চল পর্যায়ে এবং ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ে ইভেন্ট অনুষ্ঠিত হবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত