শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ২০২২-২৩ অর্থবছরে খরিফ ২/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনার আওতায় ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সহায়তার জন্য আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০ জুন (মঙ্গলবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাঃ আজম আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদীসহ অন্যরা। অনুষ্ঠানে রোপা আমনের ২’শ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি ডিএপি, দশ কেজি এমওপি সার ও ৩২৫ জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ উৎপাদনের জন্য এক কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার দেয়া হয়।