1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা বাঁধা হয়ে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না -মোস্তাক আহমেদ খাঁন নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ১১ অনুষ্ঠিত চন্দনাইশ দোহাজারী পৌরসভার শ্রেণি পরিবর্তনে যুগ্ম সচিবের পরিদর্শন বোয়ালখালীতে লোকালয়ে নেমে এসেছে পাহাড়ি হাতির দল চন্দনাইশে নাগরিক পার্টির সংবাদ সম্মেলন সোনাইমুড়ীতে উদ্ধার হয়েছে থানার লুট হওয়া গুলি বোয়ালখালীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বোয়ালখালীতে টহল শেষে ফেরার পথে ওসির গাড়িতে হামলা এ.কে.এম ফজলুল কাদের চৌধুীর ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন আরব আমিরাতে ফুজাইরাহ চেম্বার চেয়ারম্যান শেখ সাঈদ বিন সরুর আর সারকি এর সাথে সাক্ষাৎ কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

শিবগঞ্জে ককটেল তৈরির সরঞ্জামসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক।

  • প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৯ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুল (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‍্যাব ৫ এর একটি দল। আটককৃত তরিকুল উপজেলার মনাকাষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।
৫ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে নয়টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে ককটেল বানানোর কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুলকে আটক করা হয় বলে জানান র‍্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল।

বুধবার সকালে পাঠানো র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে র‍্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে অনুসন্ধান চালায়। পরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। জিজ্ঞাসাবাদে তরিকুল জানায়, সাইদুল ইসলামের বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত আছে এবং উপরোক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট