শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও শিবগঞ্জ কেন্দ্র সচিব শিব (নবাব) ১৭৬ এ হারুন অর রশিদের সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ সুষ্ঠভাবে আয়োজনে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: জোবদুল হক, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, রানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এসময়
শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: সিরাজউদ্দৌলা, কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।