শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজননে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ (দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসন) শীর্ষক প্রকল্পের আওতায় একক গৃহের তর্ত্তিপুর আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত ৫টি ব্যাচে ১৭৫ জন উপকারভোগীদের ট্রেড ভিত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে তত্তিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), শিবগঞ্জ মোহা: জুবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবদুৎ তোয়াব, উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহা: সুনাইন বিন জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা: আবু ফেরদৌস উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মোহা: আলকেশ উদ্দিন প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুবিধাভোগীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।