1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনামসজিদ দিয়ে ভারতে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালক আটক। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে খালিয়াজুরীতে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন অবৈধ কাগজে বৈধ পাসপোর্ট নেপথ্যে চার সহোদর দালালচক্র শ্রীপুর বুড়া মসজিদে পবিত্র জসনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত বোয়ালখালীতে ব্যবসায়ীকে এলোপাতাড়ি পিটুনি দিয়ে টাকা-মোবাইল ছিনতাই শ্রমিক লীগ সভাপতি খোকা গ্রেপ্তার গাইবান্ধার পলাশবাড়ীতে জাসাস এর কর্মী সমাবেশ ও আলোচনা সভা  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণ সমাবেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীপক্ষের সূচনা শুভ মহালয়া অনুষ্ঠিত

শিবগঞ্জের তর্ত্তিপুরে হিন্দু ধর্মবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ প্রতিবছরের মতো এবারো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরে গঙ্গাশ্রম ঘাটে শুক্রবার সনাতন সম্প্রদায়ের গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এখানে হিন্দু ধর্মালম্বীরা পাপমোচন ও পূর্ণ লাভের আশায় মাকরী সপ্তমী তিথিতে গঙ্গাস্নানে আসেন।

স্থানীয় কয়েকজন বৃদ্ধ মানুষের নিকট থেকে জানা যায়, এই গঙ্গাস্নান অধিকাংশ বছরই মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাল্গুন মাসেও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলের নাটোর, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ-মহিলারা বাস, মিনিবাস, মাইক্রো, সিএনজি, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন যোগে দূরদূরান্ত থেকে গঙ্গা স্নান অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পুর্বদিন থেকেই পৌরণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে।
শুক্রবার দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যাহত ছিল। প্রায় মহিলারাই বাড়ি ফেরার সময় নানা ধরনের মাটির পাত্রে সযত্নে গঙ্গার পবিত্র জল নিয়ে যায়। অনুষ্ঠানে আনুমানিক ৮৭ বছর বয়স্কা শ্রীমতী দেবী রানী নামের এক বৃদ্ধার কাছ থেকে জানা যায়, সংগৃহীত এ পবিত্র জল সমগ্র বছর বাড়িতে রেখে বিভিন্ন পূজা পার্বনে ব্যবহার করে থাকি।
তর্ত্তিপুর মহাশ্মশান ও গঙ্গাস্নান কমিটির সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম র্তীর্থস্থান তর্ত্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মালম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। তিনি আরও বলেন, এ বছর হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে।
এদিকে উৎসবকে ঘিরে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, বাঁশ-বেত সামগ্রী ও লোহা লক্কড়ের দোকানসহ পূজা এবং পালাক্রমে কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে আগত হিন্দু মহিলারা বিভিন্ন ধরনের জিনিষপত্র ক্রয় করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট