নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার সোমবার (৮ জানুয়ারী) শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে তাঁর চট্টগ্রামস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি টানা দ্বিতীয় বারের মতো ২৮৬ চট্টগ্রাম-০৯ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপিকে ফুলেল শুভেচছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী রাবিপ্রবি’র বিভিন্ন বিষয়ে খবরা খবর নেন। ভাইস চ্যান্সেলর এসময় শিক্ষা উপমন্ত্রী কে রাবিপ্রবি তে আসার আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে পিএস টু ভিসি সহকারী রেজিস্ট্রার নৃপেন চাকমা, রাবিপ্রবি’র প্রভাষক মোঃ সাহেদ সরওয়ার এবং মোঃ গোলাম মোস্তফা সুমন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমপি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র, মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান।