শ্রদ্ধা ভালোবাসা আর হ্নদয়নিংরানো উৎসব উদ্ধিপনায় প্রধান শিক্ষক কৃষ্ণাশ্রী সরকার’র ৩৯ বছরের শিক্ষকতা জীবনের অবসরকালিন বিদায় সংবর্ধনা।
অদ্য ২৭সেপ্টেম্বর ২০২৩ইং বুধবার আনোয়ারা উপজেলায় শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণাশ্রী সরকারের বিদায় সংবর্ধনা স্থানীয় ইউপি মেম্বার আব্দুর শুক্কুরের সভাপতিত্বে বিদ্যালয় হল রুমে বেলা ২টায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ারা ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এম নুরুল হুদা চৌধুরী।
আরও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সিদ্ধার্থ বড়ুয়া, কবি কাজী মোহাম্মদ আদনান, সাজু মহাজন, শিক্ষক মোজাহের মিয়া, ছাবেকুন নাহার, কল্লোল নাথ, কোহিনুর আক্তার, লোপা পাল, দাতা সদস্য হরিকেষ দাশ প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ প্রধান শিক্ষিকা কৃষ্ণাশ্রী সরকারের সুদীর্ঘ কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং সুস্থ শরীরে ভবিষ্যতে জীবন অতিবাহিত করার লক্ষ্যে মহান সৃষ্টিকর্তার আর্শীবাদ কামনা করেন।