চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভার ৯ নং ওয়ার্ড কমর আলী সিকদার পাড়া নিবাসী ঐতিহ্যবাহী সাতকানিয়া দরবারে গারাংগিয়া আলিয়া শরীফ শাহ্ সুফি হযরতুল আল্লামা আলহাজ্ব আবদুর রশিদ (রাহ:) প্রকাশ ছোট হুজুর কেবলা’র অন্যতম খলিফা ও দুর্লভ পরান জামে মসজিদের সম্মানিত সাবেক পেশ ইমাম হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ্ সুফি আবদুল মাবুদ (প্রকাশ সুফি সাহেব হুজুর) দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। আজ আনুমানিক ভোর ৫:১৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্তেকাল তাহাঁর হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী,২ ছেলে,৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য ভক্ত মুরিদ রেখে যান। আজ ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় কমর আলী সিকদার জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।