জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার
চন্দনাইশ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী সাতবাড়িয়া “হাফেজ নগর দরবার”গাউছিয়া আছাদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়্যদ মাহবুবুল আলম হাফেজ নগরী আল-মাইজভান্ডারী প্রকাশ (আলম ভান্ডারী) বার্ধক্য জনিত কারণে গতকাল (সোমবার) সকাল ৯টার সময় চট্টগ্রাম নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেন,(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ইন্তেকালে তাঁহার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী,৩ছেলে,২মেয়ে,নাতি- নাতনি,বক্ত মুরিদান,আশেকান, জাকেরানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ ৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় হাফেজ নগর দরবার শরীফ শাহী ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে,চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মুছা,সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।