বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির পক্ষে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো.শাহাদাৎ হোসেনের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুর ইসলাম জহুর।ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মো.পারভেজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবির। উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সেকান্দর আলম বাবর, উপজেলা কৃষক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. নাঈম উদ্দীন, আলতাফ ও মাসুদ।