অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃশাপলা কুঁড়ির আসর চটগ্রামের পটিয়া উপজেলার সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পটিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল্লাহ্ আল্ নোমান পৌর সদরের নিজ বাসায় গুরুতর পেটের ব্যাথা জনিত কারনে গুরুত অসুস্হ হন।
এ পেটের ব্যাথা ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় গতকাল সোমবার (২৪শে জুন) বিকেল ৩টায় স্বনামধন্য পটিয়ার শেভরন হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি হন তিনি।
এতে হাসপাতালের চিকিৎসকদের জরুরী ভাবে নানান পরীক্ষা নীরিক্ষার মাধামে সনাক্ত হয় ব্যাথাটি এপেন্টেট্রাইটিস জনিত কারনে এ পেটের ব্যাথা শুরু হয় বলে ভুক্তভোগীর পরিবারকে জানাই হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।এবং ভুক্তভোগীর এই এপেন্টট্রাইটিস অপেরশন দ্বারা সম্পন্ন হলে পেটের ব্যাথা নিরাময় হবে ও সুস্হতা জীবন পাবে,এ কথা জানান চিকিৎসকরা।তাই এক কাজটি করার জন্য পরিবারের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে এপেন্টট্রাইটিস বিষয় সমাধান করার লক্ষ্যে অপারেশনের উদ্যোগ গ্রহন করেন হাসপাতালের চিকিৎসকরা।
এ অপারেশন কাজ আজ মঙ্গলবার(২৫শে জুন)বিকেলের কোন এক সময়ে হাসপাতালে অপারেশন ইউনিটে সম্পন্ন করা হবে।
এতে সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার মেয়র ও শাপলা কুঁড়ির আসর চটগ্রাম দক্ষিন জেলা শাখার সভাপতি, সাবেক ছাত্রনেতো আইয়ুব বাবুল মানবের মানবিকতার পরিচয়ে অসুস্হ আবদুল্লাহ্ আল্ নোমানের হাসপাতালের শর্যাপাশে ছুটে যান তিনি।এসময়ে অসুস্হ নোমানের পরিবারের সদস্যদের সাথে চিকিৎসা জনিত খোজ-খরর নেন এবং আর্থিক সার্বিক সহযোগিতার হাত বাড়ান।
এ ছাড়া চিকিৎকদের সাথে কথা বলে দ্রুত সুস্হ হওয়ার জন্য ব্যবস্হা নেওয়ার এক আহব্বান জানান মেয়র আইয়ুব বাবুল,এমন সরেজমিন জানা যায়।
এসময়ে তাহার সাথে উপস্হিত ছিলেন জেলা শাপলা কুঁড়ির আসরের সহ-সভাপতি কামরুল হাসান বাবু,পৌর আ:মীলীগ নেতা মাহবুবুল আলম,
সাংবাদিক অরুন কান্তি নাথ,ছৈয়দ তালুকদার খোকন,মোঃ আরিফ প্রমুখ