বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে গার্ড রেল সংস্কার কাজ জন্য ৮ ঘন্টা বন্ধ থাকবে কানুনগোপাড়া-ফুলতল হাওলা ডিসি সড়ক।
রেল সূত্রে জানা যায়, শনিবার ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের গোমদন্ডী টি-৯ নং রেলগেইটের গার্ড রেলের সংস্কার কাজের জন্য কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের যান চলাচল বন্ধ থাকবে।
গোমদন্ডী ষ্টেশন মাষ্টার কাঞ্চন ভট্টাচার্য্য জানান, টি-৯ নং রেল গার্ডের কাজের জন্য ৪-৫ঘণ্টা কানুনগোপাড়া ফুলতল হাওলা ডিসি সড়কে যান চলাচল বিঘ্ন হবে। সকালে ওয়াগন রেল যাওয়ার পর কাজ শুরু হলে সড়কে একপাশ বন্ধ রেখে রেল গার্ডটি সংস্কার করা হবে।