তারেক আজিজ চৌধুরী, স্টাফ রিপোর্টার
তারুণ্যের শক্তিই হলো উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির প্রাণশক্তি। তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি।তারুণ্যের নেতৃত্বের মাঝেই লুকিয়ে আছে দেশের উন্নয়নের চাবিকাঠি। লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথির বক্তব্যে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন ।
বক্তরা আরো বলেন আর্দশিক উন্নয়নের মাধ্যমে তরুণ সমাজকে কাজে লাগিয়ে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম যে সামাজিক উন্নয়ন মূলক ও সমাজ সেবা মূলক কর্মকান্ড দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে তা স্যতিই প্রসংশনীয়।
বিগত ৯ মে সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার সামরাস্ ট্রাভেলস এর হল রুমে সংঘটনের সমন্বয়ক মোহাম্মদ আবু ছিদ্দিক’র সভাপতিত্বে সহ সভাপতি তৌহিদুর ইসলাম ছগির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া ব্যাংকার্স এসোসিয়েশের আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা মোজাহিদ হোসেন সাগর।
প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলার সাধারন সম্পাদক আবদুল্লাহ আল সায়েম।
বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ বাবলু।
এছাড়া সংগঠনের সংগঠনের সাধারণ সম্পাদক মো: রায়হান লোকমান,যুগ্ম সম্পাদক মো শফিকুল রহমান,
প্রবাসী সম্পাদক আব্বাস উদ্দীন হৃদয়, ,মো: বেলাল সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষালাভে উৎসাহিত করণ, দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, জনসচেতনতামূলক বিভিন্ন প্রচারণা, বাল্যবিবাহের হাত থেকে বাঁচাতে বিভিন্ন উদ্যোগ অতীতের মতো আগামীতেও অব্যাহত রেখে শান্তিতে বসবাসযোগ্য একটি সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। আলোচনা সভা শেষে কেক কেটে লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৌদি আরব টিম,ওমান টিম,আরব আমিরাত টিম ,কাতার টিম,চট্টগ্রাম মহানগর টিম,কক্সবাজার টিম,৯ ইউনিয়ন টিম সহ সংগঠনের দেশ ও প্রবাসে টিম কমিটির পক্ষ থেকে কেক কাটা,দোয়া মাহফিল, মতবিনিময়, রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।